শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

এক ঝলক দেখা দেয়ার পর খোঁজ নেই বিন্দুর

Facebook
Twitter

বিনোদন ডেস্ক।।

লাক্স-চ্যানেল আই সুপারস্টারের মাধ্যমে মিডিয়া জগতে নাম লেখান আফসানা আরা বিন্দু। এ মডেল-অভিনেত্রী বিজ্ঞাপন, নাটক ও চলচ্চিত্রে কাজ করেছেন। হৃদয় দোলানো তার দু চোখের চাহিন, ঠোটে মিষ্টি হাসির ছড়াছড়ি আর মনোমুগ্ধকর অভিনয়ের গুণে মাতিয়ে রেখেছিলেন শোবিজ।

এক সময় টেলিভিশন খুললেই তাকে দেখা যেত নিয়মিত। কিন্তু বর্তমানে অনেকটাই আড়ালে এই মডেল-অভিনেত্রী। মিডিয়ার কোথাও এখন আর দেখা যায় না বিন্দুকে। তেমন খোঁজ নেই তার সম্পর্কে।

সবশেষ গত বছর ফেব্রুয়ারিতে ‘ব্র্যাক ব্যাংক দৌড়-২০১৯ : কল্যাণের পথচলা’ শীর্ষক ম্যারাথনে এক ঝলকের জন্য দেখা গেছে তাকে। এরপর অনেকেই ভেবেছিলেন হয়তো ফের ফিরবেন শোবিজে। কিন্তু আর খোঁজ নেই বিন্দুর।

বিন্দু চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন ‘দারুচিনি দ্বীপ’ ছবিতে অভিনয়ের মাধ্যমে। ঢাকাই চলচ্চিত্রের শাকিব খানের বিপরীতেও অভিনয় করেছেন তিনি। তবে বড়পর্দার চেয়ে বিন্দু বেশি সরব ছিলেন নাটকে। ছোটপর্দায় অভিনয় করেই তিনি দর্শক জনপ্রিয়তা পান। অসংখ্য জনপ্রিয় নাটক রয়েছে তার।

এক সময় অনেক ব্যস্ত সময় পার করলেও ক্যারিয়ারের মাঝপথে বিয়ে করে পুরোপুরি সংসারী হয়ে যান বিন্দু। এর পর থেকেই মিডিয়ার আড়ালে চলে যান। কিছুদিন আগে শোনা যাচ্ছিল, তার সেই সংসারেও বাজছে বিচ্ছেদের ঘণ্টা।

জনপ্রিয়