মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
Menu
Menu

এতদিন ছিলাম শিকারি, এখন আমরাই শিকার : অসি কোচ

Facebook
Twitter

স্পোর্টস ডেস্ক।।

শুক্রবার হালনাগাদকৃত র‍্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে দুই ফরম্যাটে শীর্ষে উঠে গেছে অস্ট্রেলিয়া। টেস্টে ভারতকে তিনে নামিয়ে এবং টি-টোয়েন্টিতে পাকিস্তানে চারে নামিয়ে সবার ওপরে উঠেছে অসিরা। তবে র‍্যাংকিংয়ের শীর্ষস্থান নিয়ে খুব একটা উচ্ছ্বসিত নন অসি কোচ জাস্টিন ল্যাঙ্গার।

তার মতে, র‍্যাংকিং সিস্টেমটা আসলে একটা সান্ত্বনার মতো। যা কি না শুধু কিছুক্ষণের জন্য মুখে হাসি ফোঁটাতে পারে, এর বেশি কিছু নয়। তবে এই র‍্যাংকিং ধরে রাখার জন্য অনেক বেশি পরিশ্রম করার বিকল্প নেই বলেই মনে করেন অস্ট্রেলিয়ান কোচ।

র‍্যাংকিংয়ের শীর্ষে ওঠার নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘আমরা জানি এই র‍্যাংকিং ঠিক কতটা পরিবর্তনশীল। তবে এই মুহূর্তে মুখে হাসি ফোঁটানোর জন্য এটি সত্যিই দারুণ জিনিস।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা যেমন দল হতে চেয়েছি, তার জন্য অনেক অনেক পরিশ্রমের দরকার। তবে আশার কথা হলো, গত কয়েক বছরে আমরা শুধু মাঠেই ভালো খেলিনি, মাঠের বাইরেও দল হিসেবে অনেক এগিয়েছি।’

এসময় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপকে নিজেদের লক্ষ্য হিসেবে জানান অসি কোচ। একইসঙ্গে এটিও মনে করিয়ে দেন যে, টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে হলে ঘরে এবং বাইরে ভারতকে সিরিজ হারাতে হবে।

ল্যাঙ্গারের ভাষ্য, ‘অবশ্যই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আমাদের একটা লক্ষ্য। তবে আমাদের অবশ্যই ভারতকে তাদের মাটিতে এবং আমাদের মাটিতে হারাতে হবে। আপনি তখনই নিজেকে সেরা হিসেবে মূল্যায়ন করতে পারবেন যখন সেরাদের বিপক্ষে জিততে পারবেন। সামনের দিনগুলোতে আমাদের সামনে অনেক কঠিন প্রতিপক্ষ অপেক্ষা করছে।’

র‍্যাংকিংয়ের শীর্ষ দল হওয়ার আগে এতদিন তারা ছিলেন শিকারি আর এখন নিজেরাই অন্যদের শিকারে পরিণত হয়েছেন বলে মন্তব্য করেছেন ল্যাঙ্গার। তাই আগের চেয়ে আরও বেশি সতর্ক ও পরিণত হয়ে খেলার কথা স্মরণ করিয়ে দিয়েছেন অসি কোচ।

তিনি বলেন, ‘র‍্যাংকিংয়ের এক নম্বর দল হওয়া অবশ্যই দারুণ কিছু। তবে যখনই আপনি এক নম্বর, তখন থেকেই আপনি অন্যদের শিকারের বিষয়। এতদিন ধরে আমরা ছিলাম শিকারি। কিন্তু এখন আমাদেরকে শিকার করতে চাইবে অন্যরা। তাই নিজেদের উন্নতির কোন বিকল্প নেই।’

জনপ্রিয়