অনলাইন ডেস্ক।।
শপিংমল ও দোকানপাট খুলে দেওয়ার ঘটনা সরকারের আত্মঘাতী সিদ্ধান্ত বলে অভিহিত করেছে সরকারের মিত্র ১৪ দলীয় জোটের শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। দলটির সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি বলেছেন, ‘এবারের ঈদ আনন্দের ঈদ না, শপিংয়ের ঈদ না। এই সংকটেও যাদের শপিংয়ের সামর্থ্য আছে তাদের সেই অর্থ দিয়ে কর্মহীন-আয়হীন অসহায় মানুষের পাশে খাদ্য সাহায্য নিয়ে দাঁড়ানো দরকার।’
মঙ্গলবার (০৫ মে) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা এসব কথা বলেন। তারা বলেন, ‘উপার্জনহীন অসহায় মানুষরা ঈদের দিন দুই বেলা পেটভরে খেতে পারলে সেটিই হবে এবারের ঈদের সবচেয়ে আনন্দ।’
জাসদের দুই শীর্ষনেতা বলেন, ‘করোনা সংক্রমণ বিস্তার রোধে সরকার সংক্রামক রোগ প্রতিরোধ নির্মূল আইন-২০১৮ জারি করে সমগ্র দেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। সরকারি ছুটি ঘোষণা করেছে ও দফায় দফায় ছুটি বৃদ্ধি করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রাখা, ঘরে থাকা, জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য কঠোর নির্দেশ জারি করেছে। গণপরিবহন বন্ধ রেখেছে। এ রকম পরিস্থিতিতে ঢালাওভাবে শপিং মল, দোকানপাট খুলে দিয়ে জনসমাগমের সুযোগ দেওয়া হবে আত্মঘাতী।’
১০ মে থেকে শপিং মল, দোকানপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য সরকারের প্রতি সনির্বন্ধ আহ্বান জানান হাসানুল হক ইনু ও শিরীন আখতার।