সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

এবার উত্তরপ্রদেশে দুই ট্রাকের সংঘর্ষে ২৩ শ্রমিক নিহত

Facebook
Twitter

আন্তর্জাতিক ডেস্ক।।

এবার ভারতের উত্তরপ্রদেশে দুই ট্রাকের সংঘর্ষের ঘটনায় ২৩ অভিবাসী শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ২০ জন শ্রমিক।

স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে উত্তরপ্রদেশের আউরিয়া জেলার মিহৌলি জাতীয় সড়কের উপর দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, একটি ট্রাকে শ্রমিকরা ছিলেন। তারা রাজস্থান থেকে আসছিলেন।

নিহতরা বিহার, ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা। কিভাবে ওই দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করছে পুলিশ।

এর আগেও বেশ কিছু দুর্ঘটনায় অভিবাসী শ্রমিকদের মৃত্যু হয়েছে। ভারতে লকডাউনের কারণে বিভিন্ন রাজ্যে আটকে পড়া শ্রমিকরা বাড়ি ফিরতে উন্মুখ হয়ে আছে। অনেকেই পায়ে হেঁটেও বাড়ি ফেরার চেষ্টা করছে।

জনপ্রিয়