বিনোদন ডেস্ক।।
কয়েকদিন আগে প্রথমবারের মতো মা হয়েছেন কলকাতার জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক। তার ঘর আলো করে এসেছে পুত্র সন্তান। এবার মা হতে চলছেন আরেক অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। নিজের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে এক টুইট বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন নায়কিা নিজেই।
টুইট বার্তায় শুভশ্রী জানিয়েছেন, আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিন খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের জীবনে আরো একজন আসতে চলেছে, আমি প্রেগন্যান্ট।
শুধুমাত্র টুইট বার্তায় নয়, ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও এই সুখবর জানিয়েছেন শুভশ্রী। এই খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়া শুভেচ্ছা বার্তায় ভেসে গেছে।
প্রসঙ্গত, ২০১৮ সালের ১১ মে কলকাতার নির্মাতা রাজ চক্রবর্তীকে ভালোবেসে বিয়ে করেন শুভশ্রী। এই নায়িকা বাংলাদেশের শাকিব খানের বিপরীতে ‘নবাব’ ও ‘চালবাজ’ সিনেমায় অভিনয় করেছেন।