বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
Menu
Menu

এবার যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ যুবকের ঝুলন্ত লাশ, পুলিশ বলছে আত্মহত্যা

Facebook
Twitter

আন্তর্জাতিক ডেস্ক।।
পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে পুরো যুক্তরাষ্ট্রে। এবার দেশটির ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে গাছ থেকে ঝুলন্ত এক কৃষ্ণাঙ্গ যুবকের লাশ সোমবার উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) এই ঘটনাকে ‘আত্মহত্যা’ বলে জানিয়েছে শেরিফ ডিপার্টমেন্ট। তবে প্রেস কনফারেন্স উপস্থিত লস অ্যাঞ্জেলস কাউন্টির বেশ কিছু মানুষ এতে ক্ষুব্ধ হয়ে তদন্তের দাবি করেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এখবর জানিয়েছে।

শেরিফ ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায়, সোমবার ভোর সাড়ে তিনটার দিকে ক্যালিফোর্নিয়ার পালমাডেল শহরে এক পথচারী গাছে ঝুলন্ত লাশ দেখতে পান। পরে ওই যুবক রবার্ট এল. ফুলার (২৪) বলে শনাক্ত করা হয়। ফায়ার ডিপার্টমেন্টের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলেই ফুলার মৃত বলে ধরে নেন।

পালমাডেল কর্তৃপক্ষ ঘটনাটিকে আত্মহত্যায় মৃত্যুর ঘটনা বলে উল্লেখ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, দুঃখজনক হলো কোভিড-১৯ মহামারি শুরুর পর এমন ঘটনা এটিই প্রথম নয়। এই কঠিন সময়ে মানসিক স্বাস্থ্য অক্ষুণ্ণ রাখার জন্য শহর প্রতিশ্রুতিবদ্ধ। এই সময়ে আমরা ঐক্যবদ্ধ রয়েছি।

শেরিফ ডিপার্টমেন্টের মুখপাত্র যখন ফুলারের মৃত্যুর প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য তুলে ধরছিলেন তখন সেখানে উপস্থিত মানুষেরা তদন্তের দাবি জানান।

ক্ষুব্ধ মানুষদের শান্ত করতে চিৎকার করে কথা বলতে বাধ্য হন পালমাডেল মেয়র স্টিভেন ডি. হফবাউয়ের। তিনি বলেন, প্রকৃতপক্ষে কী ঘটেছে তা উৎঘাটনে আমরা কঠোর পরিশ্রম করছি।

উপস্থিত ব্যক্তিরা ঘটনার ক্যামেরা ফুটেজ চাইলে এক নগর কর্মকর্তা জানান তা নেই। তবে পুরো প্রেস কনফারেন্সে কর্মকর্তারা বলে গেছেন, এখনও তদন্ত চলছে, পূর্ণাঙ্গ ময়নাতদন্ত হচ্ছে।

প্রেস কনফারেন্স শেষে নগর কর্তৃপক্ষ একটি বিবৃতি দিয়েছে, তাতে বলা হয়েছে হত্যার ঘটনায় কমিউনিটির মানুষ যে পূর্ণাঙ্গ তদন্ত চাইছেন তা তারা বুজতে পারছেন। মেয়র বলেন, আমরা শেরিফ ডিপার্টমেন্ট, লস অ্যাঞ্জেলস কাউন্টির করোনার অফিস ও তদন্তে জড়িত যে কোনও সংস্থাকে সম্পূর্ণ সহযোগিতা করব।

জনপ্রিয়