স্পোর্টস ডেস্ক।।
ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে হোঁচট খেয়েছে লিভারপুল। গুডিসন পার্কে রোববারের মার্সিসাইড ডার্বিটি গোলশূন্য ড্র হয়েছে। আসরে দারুণ ছন্দে ছুটে চলা লিভারপুলের এটি দ্বিতীয় ড্র।
এরপরও অবশ্য শিরোপা থেকে খুব থেকে দূরে নয় ক্লপের শিষ্যরা। সোমবার (২২ জুন) ঘরের মাঠে বার্নলির বিপক্ষে পেপ গুয়ার্দিওলার দল সিটি পয়েন্ট হারালে নিজেদের পরের ম্যাচেই শিরোপা ঘরে তুলতে পারবে লিভারপুল।
ঘরের মাঠ অ্যানফিল্ডে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে খেলবে তিন দশক লিগ শিরোপার অপেক্ষায় থাকা দলটি।
৩০ ম্যাচে ২৭ জয় ও দুই ড্রয়ে ‘অল রেড’ নামে পরিচিত দলটির পয়েন্ট ৮৩। দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৬০। অবশ্য এক ম্যাচ কম খেলেছে তারা।