স্পোর্টস ডেস্ক।।
করোনার কারণে ক্রিকেটের দীর্ঘদিনের এক অভ্যাসকে বিসর্জন দিতে হচ্ছে। থুতু ব্যবহার করে বল উজ্জ্বল করে থাকেন বোলাররা, যেটি কিনা সুইংয়ে সাহায্য করে। ভাইরাসের বিস্তার ঠেকাতে এই কাজে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে আইসিসি।
এমনিতেই ক্রিকেটটা এখন হয়ে গেছে ব্যাটসম্যান বান্ধব। তার ওপর এমন আইন আরোপ করা হলে মানুষ আর খেলাই দেখবে না, মনে করেন অস্ট্রেলিয়ান গতিতারকা মিচেল স্টার্ক।
অসি এই পেসার বলছেন, ব্যাট-বলের ভারসাম্য না থাকলে ক্রিকেট বিরক্তিকর এক খেলা হয়ে যাবে। তার ভাষায়, ‘আমরা এটা হারাতে চাই না, এমনকি এই লড়াই কিছুটা কম হোক, তাও চাই না। তাই বল সুইংয়ের জন্য কিছু একটা করা দরকার।’
স্টার্ক যোগ করেন, ‘সেটা করা না গেলে মানুষ আর খেলা দেখবে না। বাচ্চারাও আর বোলার হতে চাইবে না। গত কয়েক বছর ধরে তো অস্ট্রেলিয়াতেও ফ্লাট উইকেট তৈরি করা হচ্ছে। যদি বল একদম সোজা চলে যায়, তবে এটা বিরক্তিকর এক লড়াই হবে।’
৩০ বছর বয়সী এই পেসারের মতে, করোনার এই সময়টায় গ্রাউন্ড স্টাফদের ব্যাটিংবান্ধব উইকেট না বানানোর নির্দেশ দেয়া উচিত। অথবা ওয়াক্সের মতো কিছু বলে ব্যবহারের অনুমোদন দেয়া যেতে পারে।
তিনি বলেন, ‘বিশ্বের জন্য এটা নজিরবিহীন একটা অবস্থা। যদি কিছু সময়ের জন্য বলে থুতু ব্যবহার নিষিদ্ধ করা হয়, তবে এই সময়টার জন্য বিকল্প কিছু ভাবা উচিত।’