রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ৩১ মে

Facebook
Twitter

অনলাইন ডেস্ক।।
২০২০ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ৩১ মে। ওই দিন সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফল ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২১ মে) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়েরের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য,এবারের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ৩ ফেব্রুয়ারি। নিয়ম অনুযায়ী পরীক্ষার শুরুর দুই মাসের মধ্যে ফল ঘোষণা করার কথা। সেই হিসেবে গত ৩ এপ্রিলের মধ্যেই ফল হাতে পাওয়ার কথা ছিল শিক্ষার্থীদের। কিন্তু করোনাভাইরাসের প্রদুর্ভাবে উদ্ভূত পরিস্থিতি কারণে ওই সময়ের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হয়নি।

জনপ্রিয়