সঞ্জয় ব্যানার্জী, দশমিনা।।
২০২০ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে তমাল পাল। সে বাঘের হাট জেলার রামপাল উপজেলার বড়ধিয়া গ্রামের স্বপন কুমার ও কনিকা রানী পালের পুত্র। স্বপন কুমার পাল পটুয়াখালীর দশমিনা সাব-জোনাল পল্লী বিদুৎ এর এজিএম ওএডএম হিসাবে কর্মরত। সাতক্ষিরা জেলার কলারোয়া জি কে এম কে পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহনে জিপিএ-৫ অর্জন করে। তার রোল নম্বর-১৩৩২৯৪। ২০১৮ সালে কলারোয়া জি কে এম কে পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে বৃত্তি ও ২০১৪ সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় কিশলয় বিদ্যানিকেতন বিদ্যালয় কনাইপুর ফরিদপুর থেকে জিপিএ-৫ বৃত্তি অর্জন করে।
তমাল পাল ভবিষ্যতে উচ্চ শিক্ষা অর্জন করে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োজিত হয়ে দেশ ও পরিবারের নাম উজ্জ্বল করতে চায়।তমাল পাল এর স্বপ্ন পূরণে তার বাবা-মা ও পরিবারের সকলে দেশবাসীর কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেন।