শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

কক্সবাজারে আবাসিক হোটেল থেকে বিদেশির মরদেহ উদ্ধার

Facebook
Twitter

অনলাইন ডেস্ক।।

কক্সবাজার শহরের কলাতলীর একটি আবাসিক হোটেল থেকে মিসোস ডুরাল বে (৫০) নামে এক বিদেশির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (০৩ মে) সন্ধ্যায় ‌’স্যুইট সাদাফ’ হোটেলের ৭০২ নং কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ডুরাল বে তুরস্কের নাগরিক। তিনি বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে তুরস্ক ফিল্ড হাসপাতালের আইটি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির জানান, প্রাথমিকভাবে তিনি স্ট্রোক করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে। পরবর্তী ব্যবস্থা শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

অতিরিক্ত ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দৌজা নয়ন বলেন, ‘ডুরাল বে গত চার মাস ধরে ফিল্ড হাসপাতালে কর্মরত ছিলেন।’

জনপ্রিয়