সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

কচা নদীতে ফেরীর সাথে ধাক্কা লেগে গাছের চারা বোঝাই ট্রলার ডুবি

Facebook
Twitter

ইন্দুরকানী প্রতিনিধি।।
পিরোজপুরের ইন্দুরকানীর কচা নদীতে টগড়া-চরখালী নৌরুটে চলাচলকারী ফেরীর সাথে ধাক্কা লেগে গাছের চারা বোঝাই একটি ট্রলার ডুবে গেছে।মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টার দিকে চরখালী ফেরীঘাটের কাছে কচা নদীতে এ ঘটনা ঘটে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছে ট্রলারের মাঝিসহ তিন জনের প্রাণ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে স্বরুপকাঠি থেকে বিভিন্ন প্রজাতি গাছের চারা নিয়ে একটি ট্রলার কচা নদী দিয়ে মঠবাড়িয়ার উদ্যোশ্যে যাচ্ছিল। কিন্তু চরখালী ফেরীঘাট অতিক্রম করে যাওয়ার সময় নদীতে চলাচলরত ফেরীর সাথে সামনা সামনি ধাক্কা লাগে ট্রলারটির। এসময় মুহুর্তেই ফেরির নিচে তলিয়ে যায় ট্রলারটি। সাথে সাথে ট্রলারে থাকা মাঝিসহ আরো দুজন লাফিয়ে উঠে পড়েন ফেরিতে। আর এতে রক্ষা পায় তাদের তিন জনার প্রাণ। এদিকে খবর পেয়ে বিকালে ডুবুরি দল ঘটনাস্থলে এসে ট্রলারটি উদ্ধারের চেস্টা চালায়।

ডুবে যাওয়া ঐ ট্রলারটিতে প্রায় দেড় লক্ষ টাকার গাছের চারা ছিল। চারা গুলো সামাজিক বনায়ন কর্মসূচির জন্য মঠবাড়িয়া উপজেলা প্রশাসন ক্রয় করে ছিল বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

জনপ্রিয়