বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
Menu
Menu

কথায় কাজ হবে না, যুক্তরাষ্ট্রকে প্রতিশ্রুতি পালন করতে হবে: ইরান

Facebook
Twitter

আন্তর্জাতিক ডেস্ক।।

কথার ফুলঝুরি দিয়ে ইরানের সরকার ও জনগণকে আকৃষ্ট করা যাবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি। যুক্তরাষ্ট্রকে কাজে প্রমাণ করতে হবে এবং প্রতিশ্রুতি পালন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (০৭ জুন) বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে মুসাভি বলেন, ইরান কখনোই আলোচনার টেবিল ত্যাগ করেনি। ইরান সব সময় ৬ জাতি গোষ্ঠী বা বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনায় ছিল। যুক্তরাষ্ট্রই নিজেকে বহুপাক্ষিক পরমাণু সমঝোতা থেকে সরিয়ে নিয়ে আলোচনার টেবিল ত্যাগ করেছে। এর মাধ্যমে দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তব লঙ্ঘন করেছে বলেও জানান তিনি।

মার্কিন কারাগার থেকে ইরানি নাগরিকদের মুক্তির বিষয়ে মুসাভি বলেন, ইরানি এবং মার্কিন নাগরিকদের মধ্যে বন্দি বিনিময়ের বিষয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানি সরকারের মধ্যে সরাসরি কোনো আলোচনা অনুষ্ঠিত হয় নি। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় এ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

জানা গেছে, ইরানে মার্কিন স্বার্থ দেখাশোনার দায়িত্বে রয়েছে সুইজারল্যান্ডের দূতাবাস।

মুসাভি আরো বলেন, যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ফলে ইরানি সরকার ও জনগণ যে ক্ষতির মুখে পড়েছে তার জন্য ওয়াশিংটনকে ক্ষতিপূরণ দিতে হবে। একইসঙ্গে ৬ জাতি গোষ্ঠীর মধ্যে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় ফিরে আসতে চাইলে দেশটিকে ইরানের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞাও তুলে নিতে হবে। সূত্র-পার্সটুডে।

জনপ্রিয়