শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

কনুইয়ের কালো ছোপ দূর হবে ঘরোয়া দুই উপাদানেই!

Facebook
Twitter

লাইফস্টাইল ডেস্ক।।

আমাদের মধ্যে অনেকেরই একটি সাধারণ সমস্যা হচ্ছে কনুইয়ের কালো ছোপ। যা শরীরের অন্য অংশের থেকে আলাদা হয়ে থাকে। আমাদের কিছু ভুলের কারণে কনুইয়ে দিন দিন কালো ছোপ পড়তে থাকে। যা দেখতেও বেশ বাজে দেখায়।

অনেক সময় কনুইয়ে কালো ছোপের কারণে মনের মতো পোশাকও পরা সম্ভব হয় না। তবে এই সমস্যার সমাধান রয়েছে আপনার ঘরেই! মাত্র দুটি উপাদান ব্যবহারেই কনুইয়ের কাল ছোপ দূর হবে জাদুর মতো। চলুন জেনে নেয়া যাক কনুইয়ের বিশ্রী দাগ দূর করার উপায় সম্পর্কে-

যা যা লাগবে: লেবুর খোসা, চিনি।

ব্যবহার পদ্ধতি: কনুইয়ের কালো ছোপ দূর করতে প্রথমে একটি লেবু চিপে রস ও খোসা আলাদা করে নিন। এবার লেবুর খোসায় চিনি দিয়ে ভালো করে কনুইয়ে ঘষে নিন। এতে কনুইতে থাকা মরা চামড়া উঠে যাবে। সঙ্গে কনুইয়ের বিশ্রী কালো ছোপ দূর হয়ে যাবে। আর এভাবেই আপনি পেয়ে যাবেন নরম ও উজ্জ্বল কনুই।

জনপ্রিয়