বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ১১:০২ অপরাহ্ন
১২ ফাল্গুন, ১৪২৭
রূপালী স্বাস্থ্য।।
টেনিস এলবো হচ্ছে এমন ধরনের দীর্ঘমেয়াদি অবস্থা, যার কারণে কনুইয়ে ব্যথা ও দুর্বলতা সৃষ্টি হয়। টেনিস এলবো যে শুধু টেনিস খেলোয়াড়দেরই হবে তা নয়, যেসব কাজে কনুই থেকে কব্জি অবধি ব্যবহারের প্রয়োজন হয় সেসব পেশার মানুষেরও হতে পারে। ওয়াসার পাইপলাইনের মিস্ত্রি, রাজমিস্ত্রি, চানাচুরওয়ালা তারাও রোগটির শিকার হতে পারেন।
রোগের কারণ: রোগটি আসলে সঠিক কী কারণে হয়, তা জানা সম্ভব হয়নি। ধারণা করা হয়, হাতের উপরের অংশের হাড় বা হিউমেরাসের নিম্ন প্রান্তের সংযুক্ত পেশিগুলো আংশিক ছিঁড়ে গেলে, নিচের অংশের হাড়-রেডিয়াসের লিগামেন্ট ক্ষয়প্রাপ্ত হলে, রেডিয়াস ও হিউমেরাসের অস্থিসন্ধিতে প্রদাহ হলে বা ওই সন্ধিস্থলে সরবরাহকারী রক্তনালির প্রদাহ হলে রোগটি দেখা দিতে পারে।
চিকিৎসা: বেদনানাশক ওষুধ সেবনের পরামর্শ দেওয়া হয়ে থাকে, ব্যথার স্থলে ইনজেকশন দিলেও ব্যথা মুক্ত হয়। এই প্রাথমিক প্রক্রিয়া অনেক ক্ষেত্রে কার্যকর হলেও উপসর্গের পুনরাবৃত্তি প্রায়ই ঘটতে পারে। রোগ জটিল আকার ধারণ করলে দ্রুত ও দীর্ঘমেয়াদি উপসর্গের মুক্তির উপায় হলো অপারেশন। সময়মতো অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে টেনিস এলবো থেকে মুক্তি পাওয়া সম্ভব।
ডা: কে.এম. জাহিদুল ইসলাম
এমবিবিএস(ঢাকা), বিসিএস (স্বাস্থ্য)
এমএস (অর্থোপেডিক সার্জারী) অর্থোপেডিক বিশেষজ্ঞ ও সার্জন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) ঢাকা।