রূপালী ডেস্ক।।
আইসিইউতে নেয়া হয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত বরিশাল নগরীর বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক সাদা মনের মানুষ বিজয় কৃষ্ণ দে কে। বুধবার (১০ জুন) রাতে তার করোনা পজেটিভ রিপোর্ট আসার পরপরই তাকে শেবাচিম হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ড থেকে আইসিইউ তে প্রেরন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে তিনি জানান এখন পর্যন্ত তার অবস্থা ভাল রয়েছে। বুধবার সকালে শ্বাসকষ্ট ও বুকে ব্যথা অনুভব করলে বিজয় কৃষ্ণ দে কে বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। ওইদিনই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য শেবামেক এর পিসিআর ল্যাবে পাঠানো হয়। রাতে প্রাপ্য রিপোর্টে তার করোনা পজেটিভ আসে।
শ্বাষকষ্ট ও বয়স বিবেচনা করে তাকে রাতেই আইসিইউতে প্রেরন করে হাসপাতাল কর্তৃপক্ষ।