রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
Menu
Menu

করোনাভাইরাস সম্পর্কে এখনও অনেক কিছু জানার আছে: ডব্লিউএইচও

Facebook
Twitter

আন্তর্জাতিক ডেস্ক।।

করোনাভাইরাস সম্পর্কে এখনও অনেক কিছু জানার আছে বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বুধবার (১০ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিষ্ঠানটির প্রধান টেড্রোস ঘেব্রেয়েসাস এমন মন্তব্য করেন।

ডব্লিউএইচও প্রধান বলেন, নতুন একটি ভাইরাসের মানে হচ্ছে আমরা যতদূর সম্ভব শিখছি। করোনার ব্যাপারেও আমরা বহু কিছু জেনেছি। তবে এখনও এ ব্যাপারে অনেক কিছুই আমাদের জনা নেই।

তিনি বলেন, নতুন একটি ভাইরাসকে রিয়েল টাইমে আয়ত্ত করা সহজ নয়। তবে আমরা বিশ্বাস করি, এটা বিশ্ববাসীর প্রতি আমাদের দায়িত্বের অংশ।’

টেড্রোস ঘেব্রেয়েসাস বলেন, ‘ফেব্রুয়ারির প্রথম থেকেই আমরা বলে আসছি উপসর্গবিহীন ব্যক্তিরাও করোনা সংক্রমণ ঘটাতে পারে। তবে এর মাত্রা প্রতিষ্ঠার জন্য আমাদের আরও গবেষণা প্রয়োজন।’

তিনি বলেন, এখন পর্যন্ত আমরা যা জানি তা হচ্ছে, উপসর্গ বা লক্ষণযুক্ত ব্যক্তিদের শনাক্ত করা, বিচ্ছিন্নকরণ এবং পরীক্ষা করা এবং তাদের সঙ্গে সম্পর্কিতদেরও খোঁজ করে তাদেরও আইসোলেশনে রাখা; এগুলোই সংক্রমণ বন্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, অনেক দেশ এই পদ্ধতিতে সংক্রমণ মোকাবিলায় সফল হয়েছে। সূত্র-ইউএন নিউজ।

জনপ্রিয়