রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
Menu
Menu

করোনামুক্ত হলো নিউজিল্যান্ড

Facebook
Twitter

আন্তর্জাতিক ডেস্ক।।

নিউজিল্যান্ডে এখন কোনো প্রাণঘাতী করোনাভাইরাসের রোগী নেই বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ফেব্রুয়ারির ২৮ তারিখের পর এ প্রথম দেশটি ‘করোনাশূন্য’ হলো।

সোমবার (০৮ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সবশেষ যে ব্যক্তিকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল ৪৮ ঘণ্টা ধরে কোনো উপসর্গ দেখা না দেয়ায় তাকেও আইসোলেশন থেকে মুক্ত করা হয়েছে। দেশটিতে নতুন করে কোনো করোনায় আক্রান্ত রোগী পাওয়া যায়নি, হাসপাতালেও কেউ নেই।

২২ মে নিউজিল্যান্ডের সর্বশেষ করোনা শনাক্ত হয়েছিল। করোনামুক্ত হওয়ার খবরে উচ্ছ্বসিত স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক ডা. অ্যাশলে ব্লুমফিল্ড, যারা উদ্বেগের মধ্যে আছেন তাদের জন্য এটা সত্যিই ভালো খবর। সবার জন্য উৎসাহব্যঞ্জক একটি সংবাদ।

স্বাস্থ্য মন্ত্রণালয় এক ঘোষণায় বলেছে, আজ আমরা ঘোষণা করছি নিউজিল্যান্ডে আর কোভিড-১৯ আক্রান্ত কোনো রোগী নেই।

দেশের শীর্ষস্থানীয় দৈনিক নিউজিল্যান্ড হেরাল্ড লিখেছে, আজ কিউইরা এমন একটি অর্জন করেছে, যেটা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর জন্য এখনো স্বপ্ন দেখার মতো।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, নিউজিল্যান্ডে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫০৪ জন। মারা গেছে ২২ জন। সুস্থ হয়েছে ১৪৮২ জন। দেশটিতে প্রথম কারো শরীরে ভাইরাস শনাক্তের পর থেকে কঠোর লকডাউন ঘোষণা করা হয়। যার সুফল পেয়েছে তারা হাতেনাতে।

উল্লেখ্য, করোনা পরিস্থিতি খারাপ থেকে অতি খারাপ হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। আবার এমনও অনেক দেশ রয়েছে, যেখানে পরিস্থিতির দ্রুত উন্নতি ঘটছে৷ এমন অবস্থার মধ্যে করোনাশূন্য হলো নিউজিল্যান্ড। করোনার বিরুদ্ধে লড়াইয়ে জিততে সফল ওশিয়ানিয়ার এ দেশ। সূত্র-আলজাজিরা।

জনপ্রিয়