স্পোর্টস ডেস্ক।।
এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার তামিম ইকবালের পরিবারের চার সদস্য। রোববার রাতে তামিম নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে , তামিম ইকবাল ও সাবেক ক্রিকেটার নাফিস ইকবালের মা নুসরাত ইকবাল, নাফিসের স্ত্রী, সন্তান করোনায় আক্রান্ত হয়েছেন। শারীরিকভাবে সুস্থ থাকায় বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন তারা। আর তামিম ও তার স্ত্রী, ছেলে মেয়ে সুস্থ আছেন। তারা করোনায় আক্রান্ত হননি।
নাফিস ইকবাল করোনায় আক্রান্ত হয়েছেন প্রথমে। পরে তার স্ত্রী, সন্তান ও মায়েরও করোনা পজিটিভ এসেছে। তবে তাদের কারোই জ্বর ছাড়া অন্য কোন উপসর্গ ছিলো না। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বাসায় বসেই চিকিৎসা নিচ্ছেন তারা।