সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

করোনায় আক্রান্ত সাংবাদিক পীর হাবিবুর রহমানের স্ত্রী

Facebook
Twitter

গণমাধ্যম ডেস্ক।।
বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের স্ত্রী করোনায় আক্রান্ত। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন এবং অক্সিজেন নিচ্ছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন নির্বাহী সম্পাদক নিজে।

শুক্রবার (১৯ জুন) ফেসবুকে তিনি লিখেছেন, ‘‌বাবা বলতেন, জীবনটা কঠিনরে বাবা। তখন বুঝিনি! এখন দেখি বাবা-মার জীবন কত সরল পুতপবিত্র ছিল! বাবা-মা বেঁচে থাকতে নিজের কোন দুঃসময়ে তাদের বলতাম, দোয়া করবেন। কোন কিছুর জন্য তা বলতে হতো না। এখনো আমি আমার বাবা-মার দোয়াকেই বড় মনে করি। তারা নেই, তবু আছেন। কারণ আমার বাবা-মা আল্লাহ ভীরু, সহজ-সরল, সত্যবাদী, সাদামাটা, পবিত্র মানুষ ছিলেন। যেখানেই থাকুন দোয়া আছে বিশ্বাস করি।’

‘আর জীবন এখন দেখি পায়ে পায়ে কঠিন। কঠিন পরীক্ষা দিতে দিতেই শেষ হতে চললো। চরম কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড়িয়ে এটুকু আশা, আল্লাহ আমার সন্তানদের আকুতি নিশ্চয় শুনবেন। মেয়েটি অস্থিরতা করছে। ছেলেটি দূরে সারারাত নির্ঘুম ছিল। নিজের জীবনে শত আঘাত, হৃদয়ের জখম, যন্ত্রণা সহ্য করা যায়, সন্তানের কষ্ট দেখা যায় না। চন্দ্রস্মিতার নেগেটিভ এলেও তাদের মার করোনা পজিটিভ। হাসপাতালে অক্সিজেন চলছে। নেগেটিভ হয়ে তার সন্তানদের কাছে ফিরে আসুক। অপার স্নেহে তার সন্তানদের বুকে টেনে নিক। সন্তানইতো মায়েদের জীবন। সন্তানদেরও বেলা শেষে মা-ই পরম আশ্রয়।’

‘আমি সবাইকে দোয়া করতে অনুরোধ করছি।’

জনপ্রিয়