অনলাইন ডেস্ক।।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন পুলিশ ইন্সপেক্টর রাজু আহমেদ। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২৪ মে) বেলা পৌনে ১১টায় তিনি মারা যান। পুলিশ সদর দফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ ইন্সপেক্টর (নিরস্ত্র) রাজু আহম্মেদ ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
তার মৃত্যুতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
মরহুমের মরদেহ পুলিশের উদ্যোগে গ্রামের বাড়ি চাঁদপুরে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।
উল্লেখ্য, এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১৩ জন সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।