আন্তর্জাতিক ডেস্ক।।
করোনা ভাইরাসে দিনে দিনে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে ভারতে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এবার করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে রাজধানী দিল্লির স্বাস্থ্যমন্ত্রী।
বিবিসি জানায়, দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সাত্যেন্দার জেইনকে হাসপাতালে নেয়া হয়েছে। হঠাৎ তার অক্সিজেন মাত্রা কমে যায় এবং জ্বর আসে।
খবরে বলা হয়, গত সোমবার (১৫ জুন) ভারতের হোম মিনিস্টার অমিত শাহ ও দিল্লির মুখ্যমন্ত্রী অরভিন্দ কেজরিওয়ালের সঙ্গে একটি বৈঠকে করেন তিনি।
বিবিসি জানায়, মঙ্গলবার (১৬ জুন) দিল্লির স্বাস্থ্যমন্ত্রীর দেহে করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষা করা হবে। এদিকে, কেজরিওয়াল গত সপ্তাহে জ্বর ও গলাব্যথা নিয়ে কোভিড টেস্ট করালে তারও ফলাফল নেগেটিভ আসে।
উল্লেখ্য, শুধু দিল্লিতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪০ হাজারের বেশি মানুষ।