মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
Menu
Menu

করোনার টিকার কোনো গ্যারান্টি নেই: ব্রিটিশ প্রধানমন্ত্রী

Facebook
Twitter

আন্তর্জাতিক ডেস্ক।।
‘যুক্তরাজ্য করোনাভাইরাসের টিকা অর্জন করবে এবং অক্সফোর্ড থেকে এর পজিটিভ খবর আসবে। কিন্তু তারপরও করোনার টিকার কোনো গ্যারান্টি নেই।’ এমনটাই জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

সোমবার (১১ মে) করোনাভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। খবর সিএনএনের।

জনসন বলেন, ১৮ বছর হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত আমরা সার্সের টিকা পাইনি। তার মানে কী দাঁড়ালো? এবারও আমরা নিশ্চিত নই। আপনি কখনই কোনো ভ্যাকসিনের গ্যারান্টি দিতে পারবেন না, এটা কঠিন।

গবেষণাগারে যে বেশ কিছু টিকার সফলতা এসেছে, তা স্বীকার করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। কিন্তু তার মতে, আপনার কাছে না আসা পর্যন্ত কিছুই বলা যায় না।

জনপ্রিয়