শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

করোনার টিকা আবিষ্কারের নামে প্রতারণা : ২ ইসরাইলি গ্রেফতার

Facebook
Twitter

আন্তর্জাতিক ডেস্ক।।

করোনাভাইরাসের প্রতিষেধক তৈরির নামে ফরাসি তিন প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে ইসরাইলে এসে গা ঢাকা দেয়া দুই প্রতারককে গ্রেফতার করা হয়েছে। তাদের ইসরাইলের রানানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তারা দুজনই ইসরাইল বংশোদ্ভূত ফরাসি নাগরিক। করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে তারা ফ্রান্সের বিভিন্ন ওষুধের দোকানে ইসরাইল থেকে বিভিন্ন মেডিকেল সরঞ্জাম নিয়ে বিক্রি করার চেষ্টা করছিল।

একপর্যায়ে তারা ফ্রান্সের তিনটি প্রতিষ্ঠান থেকে করোনার প্রতিষেধক তৈরির জন্য অগ্রিম হিসেবে ৬০ হাজার ইউরো হাতিয়ে নিয়ে ইসরাইল পালিয়ে আসে। গত রোববার ইসরাইলি পুলিশ তাদের গ্রেফতার করে।

ইন্টারপোলের মাধ্যমে ফ্রান্সের পুলিশ এ দুই জালিয়াতকে গ্রেফতারের বিষয়ে ইসরাইলি পুলিশের সাহায্য চায়। আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা ইস্যুর পর ইসরাইলি পুলিশ ওই দুই প্রতারককে গ্রেফতার করে ফ্রান্সের কাছে হস্তান্তর করে।

এর আগে গত মার্চেও প্যারিসে দুই ইসরাইলি প্রতারক ৫ কোটি ৫০ লাখ ইউরো আত্মসাৎ করে পালিয়ে আসে। পরে তাদের গ্রেফতার করে ফ্রান্সের আদালতে সোপর্দ করা হয়। সূত্র-পূবের কলম।

জনপ্রিয়