স্পোর্টস ডেস্ক।।
করোনার কারণে সব ধরনের খেলাধুলা বন্ধ হয়ে গিয়েছিল। ইউরোপিয়ান ফুটবল বন্ধ সেই মার্চ থেকে। দর্শক-সমর্থকরা পছন্দের ফুটবলারদের খেলা দেখতে পারছিলেন না।
তাদের দীর্ঘদিনের অপেক্ষার প্রহর ফুরোলো অবশেষে। জার্মান লিগ বুন্দেসলিগা দিয়ে মাঠে ফিরল ইউরোপিয়ান ফুটবল। তবে বেশ কয়েকটি নির্দেশিকা মেনে মাঠে নেমেছে দলগুলো।
এতদিন পর মাঠের খেলা সরাসরি দেখার জন্য যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তারা লাইভ স্ট্রিমিং দেখতে পারেন এই লিংকে : live.kora-star.tv (এখানে সব ম্যাচের লিংক পাওয়া যাবে)।
আজ (শনিবার) প্রথম দিনই ৬টি ম্যাচে মোট ১২ দলের খেলা বুন্দেসলিগায়। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হয়েছে বরুশিয়া ডর্টমুন্ড এবং শালকে জিরোফোর, এফসি অগসবার্গ মুখোমুখি উলফসবার্গের, ফরচুনা ডুসেলডর্ফ মুখোমুখি এসপি প্যাডারবর্নের, আরবি লেইপজিগ মুখোমুখি এসসি ফ্রেইবার্গের, হফেনহেই মুখোমুখি হার্থা বার্লিনের।
এছাড়া রাত সাড়ে ১০টায় রয়েছে আরেকটি ম্যাচ। ওই ম্যাচে এইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট মুখোমুখি হবে বরুশিয়া মনচেনগ্ল্যাডবাখের।