অনলাইন ডেস্ক।।
করোনা শনাক্ত বা আক্রান্ত ব্যক্তিরা কোনো দোষী বা অপরাধী নয় মন্তব্য করে তাদের প্রতি মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
শুক্রবার (০১ মে) রাজধানীর মহাখালীতে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিংয়ে তিনি এ কথা বলেন।
এ সময় ডা. নাসিমা সুলতানা বলেন, কোনো কোনো জায়গায়, সমাজে, পাড়া-মহল্লায় করোনা আক্রান্ত ও শনাক্ত ব্যক্তিদের হেয় প্রতিপন্ন করা হচ্ছে, তাদের পরিবারের মানুষজনদের হেয় প্রতিপন্ন করা হচ্ছে। বিষয়টি মানবিকভাবে দেখুন। যারা আক্রান্ত হচ্ছেন, তাদের কোনোভাবেই হেয় প্রতিপন্ন করবেন না। তাদের পরিবারের কাউকে হেয় করবেন না।
এখনো পুরোপুরি স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলা হচ্ছে না জানিয়ে তিনি আরো বলেন, যেকোনো মুহূর্তেই আমি, আপনি নিজেও করোনায় আক্রান্ত হতে পারি। কারণ এখন এটা সামাজিকভাবে সংক্রমিত হচ্ছে। কাজেই আজকে যে নেগেটিভ আছে কালকে সে পজিটিভ হবে না, তার গ্যারান্টিও আমরা দিতে পারি না। কাজেই কাউকে হেয় করবেন না, কারো সঙ্গে অপরাধীর মতো আচরণ করবেন না।
তিনি বলেন, আমরা আক্রান্ত ব্যক্তির প্রতি মানবিক হই। অন্য যেকোনো রোগের মত এটা একটা অসুখ। এটাও সময়ের সঙ্গে সঙ্গে সুস্থ হয়। আমরা আগেও বারবার বলেছি, কারোনায় আক্রান্তের ক্ষেত্রে ৮০ ভাগ মানুষেরই মৃদু সংক্রমণ হয়। তাদের লক্ষণ ও উপসর্গগুলো মৃদু থাকে। মাত্র ৩ থেকে ৫ শতাংশ মানুষের ক্ষেত্রে অনেক বেশি সিরিয়াস হয়। সেক্ষেত্রে তাদের হাসপাতালে লাইফসাপোর্ট লাগে। কাজেই আমরা যেন কখনই তাদের অপরাধী হিসেবে গণ্য না করি।
করোনাভাইরাস মোকাবিলায় আরো একটি নতুন গাইডলাইন যুক্ত করা হয়েছে জানিয়ে ডা. নাসিমা সুলতানা বলেন, অনেকদিন ধরে দেখাচ্ছিলাম আমাদের ২৩টি গাইডলাইন। বর্তমানে আমাদের আরো একটি গাইডলাইন সংযুক্ত হয়েছে। এটি নিয়ে এখন পর্যন্ত আমাদের গাইডলাইন ২৪টি।
তিনি আরো বলেন, সর্বশেষ গাইডলাইনটি হল- এই কোভিড-১৯ সময়ে আমরা প্রবীনদের কিভাবে চিকিৎসা সেবা দেবো এবং এ সময় যাদের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রয়েছে, তাদের কিভাবে স্বাস্থ্য পরামর্শ বা স্বাস্থ্যসেবা দেবো। সে বিষয়টি নতুন গাইডলাইনে সংযুক্ত করা হয়েছে। আমাদের এই ২৪টি গাইডলাইন www.dghs.gov.bd ও www.corona.gov.bd- এ দুটি ওয়েবসাইট পাওয়া যাবে।