রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
Menu
Menu

করোনায় আক্রান্ত ইউক্রেনের প্রেসিডেন্টের স্ত্রী

Facebook
Twitter

আন্তর্জাতিক ডেস্ক।।

ইউক্রেনের ফার্স্ট লেডি ও দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলিনস্কির স্ত্রী ওলেনা জেলেনস্কা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে ভলোদিমির ও তাদের দুই সন্তানের করোনা পরীক্ষার পর ফলাফল নেগেটিভ এসেছে।

শুক্রবার (১২ জুন) এক ফেসবুক পোস্টে ওলেনা জেলেনস্কা নিজেই এ তথ্য জানিয়েছেন।

ওলেনা জেলেনস্কা তার পোস্টে লেখেন, আজ আমি করোনাভাইরাস শনাক্ত পরীক্ষার পজিটিভ রিপোর্ট হাতে পেয়েছি। সংবাদটি অপ্রত্যাশিত। তবে আমি ও আমার পরিবার মাস্ক, গ্লাভস ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলেছি।

পোস্টে ওলেনা আরো জানান, তিনি সুস্থ অনুভব করছেন। তাই তিনি হাসপাতালে ভর্তি হননি। তবে স্বামী ও সন্তানদের কাছ থেকে বিচ্ছিন্ন থাকছেন তিনি।

ইউক্রেনের কর্তৃপক্ষ জানিয়েছে, ফার্স্ট লেডি কিভাবে করোনায় আক্রান্ত হয়েছেন সে সম্পর্কে কোনো ধারণা নেই তাদের। সূত্র-ডেইলি সাবাহ।

জনপ্রিয়