শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

করোনায় আক্রান্ত এমপি আবদুর রহমান বদি

Facebook
Twitter

অনলাইন ডেস্ক।।
কক্সবাজার-৪ আসনের (উখিয়া-টেকনাফ) সাবেক সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার স্ত্রী ও কক্সবাজার-৪ আসনের বর্তমান এমপি শাহিন আক্তার টাইফয়েডে আক্রান্ত।

শুক্রবার (১৯ জুন) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব থেকে পাওয়া ফলাফলের ভিত্তিতে বদির করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন তার প্রেস সচিব ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন।

হেলাল উদ্দিন বলেন, ‘আজ শুক্রবার স্যারের (বদি) করোনা নমুনার পরীক্ষার ফলাফল এসেছে। তিনি করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।’

প্রেস সচিব জানান, কক্সবাজারে নিজের বাড়িতে থেকে করোনার চিকিৎসা নিচ্ছেন সাবেক এমপি আবদুর রহমান বদি। তার স্ত্রী শাহিন আক্তারের নমুনা পরীক্ষা করা হলেও তার করোনা শনাক্ত হয়নি।

তবে কক্সবাজার মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, এমপি শাহিন আক্তারের করোনা না হলেও তিনি টাইফয়েডে আক্রান্ত। নিজের বাড়িতে অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন তিনি।

জনপ্রিয়