অনলাইন ডেস্ক।।
করোনাভাইরাসে আক্রান্ত খুলনা-৬ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট শেখ মো. নুরুল হককে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় হস্তান্তর করা হয়েছে।
রোববার (১২ জুলাই) রাতে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতাল থেকে তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পারসন ডা. শেখ ফরিদ উদ্দীন আহমেদ জানান, বৃহস্পতিবার এমপি নুরুল হকের করোনা পজিটিভ ধরা পড়ে। শুক্রবার তিনি হাসপাতালে ভর্তি হন।
ডা. ফরিদ আরো জানান, অ্যাডভোকেট নুরুল হকের কিডনিতে সমস্যা রয়েছে। এ কারণে শারীরিক অবস্থা আগে থেকেই খারাপ ছিল। শুক্রবার তাকে আইসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছিল। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় হস্তান্তর করা হয়েছে।