অনলাইন ডেস্ক।।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগের জুনিয়র টেকনিক্যাল অফিসার জয়নাল আবেদীনের (৫৩) মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) দুপুর ১২টা ২৫ মিনিটে উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, ‘অসুস্থার জন্য বেশ কিছুদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন জয়নাল আবেদীন। শুক্রবার সন্ধ্যায় তার অসুস্থতা বেড়ে গেলে পরিবার থেকে অফিসে জানায়, তখন তাকে বিমান কর্তৃপক্ষ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে।’
বেশ কয়েকদিন থেকে জয়নাল আবেদীনের শরীরে জ্বর ছিল জানিয়ে বিমানে উপ-মহাব্যবস্থাপক বলেন, ‘জ্বর না কমায় গত ২ জুন স্বামী-স্ত্রীর পরীক্ষা করানোর পর তাদের দুজনেরই পজিটিভ রিপোর্ট আসে। তার স্ত্রী হাফিজা সুলতানা বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।’
জয়নালের ডায়বেটিস ও উচ্চ রক্তচাপ থাকলেও শ্বাসকষ্ট ছিল না উল্লেখ করে বিমানের ঊর্ধ্বতন এই কর্মকর্তা বলেন, ‘শুক্রবার সন্ধ্যার পর তার শ্বাসকষ্ট দেখা দিলে হাসপাতালে নেওয়া হয়।’
জয়নাল আবেদীন দুই ছেলে ও স্ত্রীসহ রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের কসাইবাজার রেলগেট সংলগ্ন মোল্লারবাড়ি এলাকায় বসবাস করতেন বলেও জানান তাহেরা খন্দকার।