শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
Menu
Menu

করোনায় দুই শান্তিক্ষীর মৃত্যু

Facebook
Twitter

আন্তর্জাতিক ডেস্ক।।

আফ্রিকার দেশ মালিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন জাতিসংঘের দুজন শান্তিরক্ষী বাহিনীর সদস্য। শুক্রবার (২৯ মে) জাতিসংঘের পক্ষ থেকে এই মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শান্তিরক্ষীদের মৃত্যুর ঘটনা এটি প্রথম।

এ বিষয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, দুর্ভাগ্যবশত, আমি বলতে চাই যে গতকাল এবং আজ আমাদের দুই সেনা সহকর্মী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

জানা গেছে, করোনায় মারা যাওয়া দুজনের মধ্যে একজন শান্তিরক্ষী কম্বোডিয়ার এবং আরেকজন এল সালভেদরের।

জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়, শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের মধ্যে এ পর্যন্ত ১৩৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫৩ জন। মারা গেছেন দুজন।

বিশ্বের বিভিন্ন স্থানে ১৫টি মিশনে জাতিসংঘের পক্ষ থেকে প্রায় এক লাখ শান্তিরক্ষী দায়িত্ব পালন করছেন।

জনপ্রিয়