আন্তর্জাতিক ডেস্ক।।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন পাকিস্তানের সিন্ধু প্রদেশের গুলাম মুর্তজা বেলুচ নামের এক মন্ত্রী। সিন্ধু প্রাদেশিক সরকারের মানব ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি।
প্রাদেশিক মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ নিশ্চিত করেছেন তার মৃত্যুর বিষয়টি। খবর ডন অনলাইনের।
গোটা পাকিস্তানে করোনাভাইরাস ভয়াবহ মাত্রায় ছড়িয়ে পড়ছে। এখন পর্যন্ত দেশটিতে ৮৩ হাজার ২৪৭ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। এতে আক্রান্ত হয়ে ১ হাজার ৬৮৮ জনের মৃত্যু হয়েছে।
বুধবার পাকিস্তানের পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়ার আরো দু’জন প্রাদেশিক সংসদ সদস্যের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটিতে একদিনে সর্বোচ্চ ৪ হাজার ৭৭২ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।