বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

করোনায় মারা গেলেন ডা. শাহ আব্দুল আহাদ

Facebook
Twitter

অনলাইন ডেস্ক।।

দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. শাহ আব্দুল আহাদ (৭০) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডা. শাহ আব্দুল আহাদ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি ছিলেন। গত ৮ জুন তার করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি এম আব্দুর রহিম মেডিকেলে কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।

সিভিল সার্জন আরও বলেন, ডা. শাহ আব্দুল আহাদের ডায়ারেটিস ও হার্টের সমস্যা ছিল। গতকাল রাতেও তিনি ভালো ছিলেন। তবে আজ ভোর থেকে শারীরিক অবস্থার অবনতি হয়ে সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

জনপ্রিয়