অনলাইন ডেস্ক।।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক পাইলট আলী আশরাফ খান মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি..রাজিউন)।
দীর্ঘদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মঙ্গলবার (০২ জুন) সকালে তিনি রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে মারা যান।
আশরাফ বাংলাদেশ এয়ারলাইন্স পাইলটস অ্যাসোসিয়েশনের (বাপা) সাবেক সভাপতি ছিলেন। তার সহকর্মী ক্যাপ্টেন সাজ্জাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আলী আশরাফ করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার আগে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
আলী আশরাফ খান, তার স্ত্রী, পুত্র-পুত্রবধূ এবং বাসার গৃহকর্মীসহ মোট সাতজন করোনায় আক্রান্ত হয়েছিলেন। সম্প্রতি তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে মারা যান।
৩৫ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট হিসেবে চাকরি করে অবসর জীবন যাপন করছিলেন আশরাফ খান। কর্মমুখর জীবনে তিনি বিমানের ডিসি-১০, এয়ারবাস ৩১০ এবং বোয়িং ৭৭৭-৩০০ইআর এর পাইলট হিসেবে দায়িত্ব পালন করেন।