বিনোদন ডেস্ক।।
করোনাভাইরাসের প্রভাবে কাঁপছে সারা দুনিয়া। এর আক্রমণের শিকার হয়ে মারা গেছেন শোবিজের অনেক তারকা। তবে এই প্রথমবারের মতো দুঃসংবাদ এলো বাংলাদেশের সিনেমার জন্য।
শাকিব খান-অপু বিশ্বাস জুটির সর্বশেষ সিনেমা ‘পাংকু জামাই’ প্রযোজক মোজাম্মেল হক সরকার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার রাত ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু এ খবর নিশ্চিত করেছেন।
জানা গেছে, চার দিন আগে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর গাজীপুরের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন মোজাম্মেল হক সরকার।
শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।