শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

করোনায় যুক্তরাজ্যের দ্বিতীয় কনিষ্ঠ শিশুর মৃত্যু

Facebook
Twitter

আন্তর্জাতিক ডেস্ক।।

১৩ দিনের একটি শিশুর প্রাণ কেড়ে নিল করোনা। এটি ছিল যুক্তরাজ্যে কোভিড-১৯ এ দ্বিতীয় কনিষ্ঠ শিশুর মৃত্যু। যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস বৃহস্পতিবার (১৮ জুন) জশিশুটির মৃত্যুর সংবাদ জানিয়েছে। বিবিসি’র একটি প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

এর আগে কুওলি কার্ল জাস্টিন মর্গান নামের করোনা আক্রান্ত এক শিশু জন্মের মাত্র তিন দিনের মাথায় মৃত্যু হয়েছিল। যুক্তরাজ্যে ওই ঘটনার পর এটি আরো এক কনিষ্ঠ শিশুর মৃত্যু হলো।

৫ মে সোয়ানসির সিঙ্গেলটন হাসপাতালে স্থানান্তরের পর শিশু কুওলির মৃত্যু হয়। কুওলির মা গর্ভবতী অবস্থায় করোনায় তার মৃত্যু হয়। তবে কুওলির মৃত্যুর জন্য কভিড-১৯ মূল কারণ ছিল না। তিন দিনের শিশু কুওলির মৃত্যু মূলত মারাত্মক হাইপোক্সিক ইস্কেমিক এনসেফেলোপ্যাথিতে মস্তিষ্কে অক্সিজেনের অভাবে হয়েছিল।

জনপ্রিয়