অনলাইন ডেস্ক।।
প্রাণঘাতী করোনা ভাইরাসের কাছে হার মেনে পরলোক গমন করেছেন আমেরিকা প্রবাসী সিলেটের বিশ্বনাথের জ্যৈষ্ঠ সাংবাদিক স্বপন কুমার দাস।
শুক্রবার (৫ জুন) আমেরিকার নিইউর্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় রাত ৯টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
‘বাংলাদেশ প্রতিদিন’কে স্বপন কুমার দাসের ছোট ভাই তপন কুমার দাস জানান, করোনায় আক্রান্ত হয়ে প্রায় দু’মাস ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। শুক্রবার রাতে মৃত্যু হয় তার।
সিলেটের স্থানীয় দৈনিক সিলেট বানীর বিশেষ প্রতিনিধির দায়িত্বে ছিলেন স্বপন কুমার দাস।