অনলাইন ডেস্ক।।
দেশের চা শিল্পের খ্যাতিমান ব্যবসায়ী বিশিষ্ট শিল্পপতি আজমত মঈন আর নেই। করোনায় আক্রান্ত হয়ে শনিবার (০৬ জুন) রাতে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর।
তিনি মৌলভী চা কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, সুরমা চা কোম্পানির পরিচালক ছিলেন। শিল্পপতি আজমত মঈন অভিব্যক্ত বাংলার শিক্ষা ও স্বাস্থমন্ত্রী নবাব মোশারফ হোসেনের প্রপৌত্র।
কিছুদিন আগে আজমত মঈনের বাবা গোলাম মঈন বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন।