মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
Menu
Menu

করোনায় সর্বোচ্চ আক্রান্তের নতুন রেকর্ড গড়লো যুক্তরাষ্ট্র

Facebook
Twitter

আন্তর্জাতিক ডেস্ক।।

যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ যেন কমছেই না। প্রতিদিনই দেশটিতে বেড়ে চলছে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৭৭ হাজার ২৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা মহামারি শুরুর পর এটিই একদিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। শুধু তাই নয়, কয়েক সপ্তাহ আগের দৈনিক আক্রান্তের সংখ্যার তুলনায় এটি তিনগুণ বেশি।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় এক পরিসংখ্যানে এই তথ্য জানিয়েছে। বাল্টিমোর ভিত্তিক বিশ্ববিদ্যালয়টি জানায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) দেশটিতে নতুন করে মৃত্যু হয়েছে ৯৪৩ জনের। এর মধ্য দিয়ে মোট প্রাণহানির সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ছাড়িয়েছে।

কোভিড-১৯ মহামারিতে যুক্তরাষ্ট্রে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে ফ্লোরিডা। এ রাজ্যটিতে এখন হাসপাতালে রোগীদের ঠাঁই হচ্ছে না। মিয়ামির হাসপাতালগুলোর ধারণক্ষমতার ৯৫ ভাগই রোগীতে ভরে গেছে।

যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি সম্প্রতি বলেছেন, যুক্তরাষ্ট্রে দৈনিক আক্রান্তের সংখ্যা ১ লাখে পৌঁছালেও তিনি বিস্মিত হবেন না। সূত্র-সিএনএন।

জনপ্রিয়