সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

করোনায় সাবেক ভলিবল খেলোয়াড়ের মৃত্যু

Facebook
Twitter

স্পোর্টস ডেস্ক।।
করোনায় আক্রান্ত হয়ে গত রবিবার বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি হয়েছিলেন জাতীয় ভলিবল দলের সাবেক খেলোয়াড় মমিনুল ইসলাম। করোনার কাছে শেষ পর্যন্ত হারই মেনেছেন তিনি। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে ৫৫ বছর বয়সে পৃথিবী ছেড়ে গেছেন মমিনুল। রেখে গেছেন স্ত্রী ও তিন ছেলে।

’৮০-র দশকে জাতীয় ভলিবল দলের নিয়মিত সদস্য ছিলেন মমিনুল। খেলছেন সুনামের সঙ্গে। এছাড়া তিতাস গ্যাস ট্র্যান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির মহাব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন।

ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু বলেছেন, ‘মমিনুল ভাই ভালো মানুষ ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও সুস্থ হয়ে ফিরতে পারলেন না। আজ বিকেলে চলে গেছেন না ফেরার দেশে। তিনি জাতীয় দলে খেলেছেন। এছাড়া তিতাস ক্লাবেও খেলেছেন। ভলিবলে ছিল তার দীপ্ত পদচারণা।’

জনপ্রিয়