স্পোর্টস ডেস্ক।।
জাতীয় দলের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে রোববার রাতে তামিম ইকবালের ফেইসবুক লাইভ আড্ডায় ওঠে আসে। তবে এই তথ্য সত্য নয় বলে পরে ভক্তদের নিশ্চিত করেছেন তামিম। একই সঙ্গে ফেইসবুক পোস্টের মাধ্যমে জাভেদ ওমরের কাছে দুঃখ প্রকাশ করেছেন।
রোববার (১০ মে) রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে স্ট্যাটাস দিয়ে তিনি দুঃখ প্রকাশ করেন।
তিনি লেখেন, ‘জাভেদ ওমর বেলিম ভাইয়ের কাছে দুঃখপ্রকাশ করছি। আজকে ফেইসবুক লাইভে সাবেক তিন অধিনায়কের সঙ্গে আড্ডার সময় আমরা বলেছিলাম যে, জাভেদ ভাই কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। আসলে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, ভুল তথ্য পেয়েছিলাম আমরা। জাভেদ ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে, উনি পুরোপুরি সুস্থ আছেন। সবার কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।’
এর আগে, রোববার রাতে নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন ও হাবিবুল বাশারকে নিয়ে ফেইসবুক লাইভে এসেছিলেন তামিম। সেখানেই এক পর্যায়ে জাভেদ ওমরের প্রসঙ্গ আসে। তিনি করোনায় আক্রান্ত হয়েছেন বলেও এই চার ক্রিকেটারের আড্ডা থেকে জানা যায়।
সেই আড্ডায় হাবিবুল বাশার জানান, গত তিন দিন আগে জাভেদ ওমরের করোনা পরীক্ষা করা হয়। আজ রিপোর্ট আসে তিনি আক্রান্ত হয়েছেন। এরপর তিনি বাসায়ই আছেন অবস্থা আগের চাইতে ভালো। অনেকটা সুস্থ হয়ে উঠেছেন বলেও জানান তিনি।
এখন পর্যন্ত তিন ক্রিকেটার আক্রান্ত হয়েছেন। এই তালিকায় আছেন দক্ষিণ আফ্রিকার সোলো এনকোয়েনি, স্কটল্যান্ডের মাজিদ হক ও পাকিস্তানের জাফর সরফরাজ।
ক্রিকেটারদের মধ্যে আক্রান্ত হওয়া প্রথম ব্যাক্তি জাফর সরফরাজ গত ১৩ এপ্রিল মৃত্যুবরণ করেছেন করোনা আক্রান্ত হয়ে।