শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
Menu
Menu

করোনা আক্রান্ত হয়ে যক্ষ্মারোগ বিশেষজ্ঞ ডা. ওয়াহিদুজ্জামান আকন্দের মৃত্যু

Facebook
Twitter

রূপালী ডেস্ক।।
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রখ্যাত যক্ষ্মারোগ বিশেষজ্ঞ ডা. ওয়াহিদুজ্জামান আকন্দ বাবলু। আজ সোমবার (১ জুন) ভোরে মুগদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

কয়েক দিন আগে তিনি কোভিড-১৯ রোগে আক্রান্ত হন। এর পর তাঁকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় সেখানে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করেন চিকিৎসকরা।

ডা. ওয়াহিদুজ্জামান সিলেট ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ছিলেন সিওমেকের ১৪তম ব্যাচের শিক্ষার্থী।

শিল্প-সংস্কৃতির রসে সিক্ত ডা. ওয়াহিদুজ্জামান মুঠোফোনে দৃষ্টিনন্দন ছবি তোলায় ছিলেন পারঙ্গম। মাঝে মাঝে তিনি ছান্দসিক কবিতাও লিখতেন।

জনপ্রিয়