রবিবার, ২৯ জুন, ২০২৫
Menu
Menu

করোনা আতঙ্কে দেড় বছর তাঁবুতে

Facebook
Twitter

আন্তর্জাতিক ডেস্ক।।
গত ১৫ মাস একটি পরিবারের সদস্যরা নিজেদের ঘরবন্দি করে রাখেন। করোনাভাইরাসে মৃত্যুর ভয়ে তাঁবুতে অবস্থান করে তারা। খবর পেয়ে তাদের উদ্ধার করেছে পুলিশ। ভারতের অন্ধ্রপ্রদেশে এমন ঘটনা ঘটেছে।

করোনার সংক্রমণ থেকে রক্ষায় যতটা সম্ভব ঘরে থাকার পরামর্শ দিয়ে আসছেন বিশেষজ্ঞরা। তাই বলে টানা ১৫ মাস ছোট এক তাঁবুতে পরিবারের কয়েকজন সদস্য নিজেদের বন্দি করে রাখবেন? অন্ধ্রপ্রদেশের কাদালি গ্রামে এমন ঘটনায় অবাক হয়েছেন স্থানীয়রা।

ওই গ্রামের স্থানীয় বাসিন্দার মতে, ১৫ মাস আগে এক প্রতিবেশী করোনায় মারা যাওয়ার পর রুথাম্মা (৫০), কানথামানি (৩২) এবং রানি (৩০) নিজেদেরকে ঘরে বন্দি করে ফেলেন। করোনার ভয়ে দীর্ঘ এই সময়ে তারা ঘর থেকে বের হননি। এতদিন আশপাশের কেউ না জানলেও সম্প্রতি এক স্বেচ্ছাসেবী ভারতের গৃহহীনদের সরকারি আবাসন প্রকল্পে বাড়ি দেওয়ার জন্য হাতের ছাপ নিতে সেখানে যান। ওই তাঁবুতে গিয়ে পরিবারের করুণ অবস্থা লক্ষ্য করে তিনি। দ্রুত স্থানীয় প্রশাসনকে অবগতি করেন। পরে তাদের উদ্ধার করা হয়।

তাদের শারিরীক এবং মানসিক অবস্থা খুবই খারাপ বলে জানিয়েছে পুলিশের পরিদর্শক। ইতোমধ্যে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।

ভারতে করোনা ভাইরাসের প্রকোপে সাধারণ মানুষের মধ্যে ভীতি রয়েছে। বিশেষজ্ঞদের মতে এ পর্যন্ত দেশটিতে ৪০ লাখের মতো মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন। বিশেষ করে ডেল্টা ভ্যারিয়েন্টের পাশাপাশি ফাঙ্গাসের সংক্রমণও বেড়েছে।

জনপ্রিয়