সোমবার, ৩০ জুন, ২০২৫
Menu
Menu

করোনা উপসর্গ নিয়ে বরগুনার এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

Facebook
Twitter

গোলাম কিবরিয়া, বরগুনা।।
করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে বাচ্চু পঞ্চয়েত (৬০) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। বুধবার (০৩ জুন) সকালে বরগুনার তার নিজ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের সফি পঞ্চায়েতের ছোট ছেলে বাচ্চু পঞ্চায়েত(৬০)। তিনি ঢাকা ন্যাশনাল ব্যাংকের মতিঝিল শাখায় কর্মরত ছিলেন।

জানা যায়, গত এক সপ্তাহ ধরে ঠাণ্ডা ও জ্বরে তিনি ভুগতে ছিলেন। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে বরগুনা জেলা সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্তাবধায়ক খান মুহা.সালামত উল্লাহ জানান, সে ঢাকাতে কর্মরত ছিল সেখানে বসে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে আমরা শুনেছি, কিন্তু আমাদের এখানে তার কোনো নমুনা সংগ্রহ করা হয়নি বলেও তিনি জানান।

জনপ্রিয়