বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
Menu
Menu

করোনা চিকিৎসা: আফ্রিকায় জনপ্রিয় হয়ে উঠছে হারবাল ওষুধ

Facebook
Twitter

আন্তর্জাতিক ডেস্ক।।
করোনা ভাইরাসের চিকিৎসায় মাদাগাস্কারের একটি হারবাল ওষুধের ওপর ভরসা করছে আফ্রিকার বিভিন্ন দেশ। জানা গেছে, কঙ্গো, তানজানিয়াসহ আফ্রিকার বিভিন্ন দেশ মাদাগাস্কার থেকে ওই ওষুধ আমদানি করছে। তবে করোনা চিকিৎসায় হারবাল ওষুধের কোন কার্যকারিতার প্রমাণ নেই বলে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, তানজানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি মাদাগাস্কারে একটি বিমান পাঠিয়েছে শুধু ওই হারবাল ওষুধ আনার জন্য। এছাড়া কঙ্গোর প্রেসিডেন্টও বিবিসিকে ওই ওষুধ আনার কথা জানিয়েছেন।

জানা গেছে, মাদাগাস্কারের ওই ওষুধ আর্টেমিসিয়া গাছ থেকে তৈরি যেটি ম্যালেরিয়ার প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয়েছে। তবে এমন চিকিৎসা পদ্ধতির বিরোধিতা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এই ওষুধ নিয়ে তানজানিয়ার প্রেসিডেন্টের চিফ অব স্টাফ লোভা হাসিনিরিনা রানোরোমারো বলেন, করোনা চিকিৎসার জন্যই ওই ওষুধ বের করা হয়েছে এবং প্রায় ২০ জনের বেশি রোগীর ওপর ট্র্যায়াল দিয়ে ওষুধটি বাজারে আনা হয়েছে।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে যে নিজেদের উদ্ভাবিত করোনা চিকিৎসা পদ্ধতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোন স্বীকৃতি দেয়নি।

জনপ্রিয়