বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

করোনা থেকে বাঁচতে পরিবার নিয়ে ভারত ছাড়লেন সানি লিওন

Facebook
Twitter

বিনোদন ডেস্ক।।
করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সারাবিশ্বে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪২ লক্ষ ৩৩ হাজার ৯৯৭ জন। মৃত্যর সংখ্যা ২ লক্ষ ৮৫ হাজার ৮৯৯জন। ভারতেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে।

এরই মধ্যে ভারতে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৭৬৫ জন। মারা গেছেন ২ হাজার ২৯৪ জন। এই সংকটের দিলে পুরো পরিবার নিয়ে ভারত ছাড়লেন সানি লিওন।

মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের নিজের বাড়িতে স্বামী ড্যানিয়েল ওয়েবার ও ৩ সন্তান নিশা, এশার এবং নোয়াকে চলে গেলেন তিনি।

সানি লিওন ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে জানান, লস এঞ্জেলসের বাড়িতে গেছেন তারা। কারণ তিনি এবং ড্যানিয়ল মনে করেন তাদের সন্তানরা এখানে সুরক্ষিত থাকবে। করোনা থেকে বাঁচতে সানি ও ড্যানিয়েল মুম্বই ছেড়ে লস এঞ্জেলসে হাজির হওয়ার সিদ্ধান্ত নেন বলেও জানান এই তারকা।

লস এঞ্জেলসে নিজের বাড়িতে গিয়ে ছবি তুলে পোস্ট করেন সানি। একটা বাগানের সিঁড়ির উপর বসে থাকতে দেখা যাচ্ছে তাদের।

জনপ্রিয়