আন্তর্জাতিক ডেস্ক।।
করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার জন্য ব্লিচ ব্যবহার করা নিয়ে সতর্কতার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি বলেছে, ব্লিচ বা অন্য জীবাণুনাশক শরীরে ছিটানো বা ব্যবহার করার ফলে কোভিড-১৯ এর সংক্রমণ থেকে সুরক্ষা পাওয়া যাবে না এবং তা বিপজ্জনক হতে পারে।
করোনাভাইরাস থেকে রক্ষা পেতে অনেক স্থানেই ব্লিচ (বাজারে ব্লিচ ক্লোটেক, ক্লোরক্স ও ক্লোবেক্স) ব্যবহার করে জীবাণুনাশক দ্রবণ মানুষের দেহে এবং বাসা-বাড়ি ও প্রতিষ্ঠানে স্প্রে করা হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সতর্ক বার্তায় আরও বলা হয়েছে, কোনও অবস্থাতেই ব্লিচ বা অন্য ধরনের জীবাণুনাশক শরীরে স্প্রে বা ব্যবহার করা যাবে না। এসব উপাদান শরীরে প্রবেশ করলে তা বিষাক্ত হতে পারে। এতে জ্বালাসহ চোখ ও ত্বকে ক্ষতি হতে পারে।
ডব্লিউএইচও বলেছে, ব্লিচ ও জীবাণুনাশক সতর্কতার সঙ্গে বস্তুর উপরিভাগ (সারফেস) জীবাণুনাশক করার জন্য ব্যবহার করা যেতে পারে। কিন্তু কোনও অবস্থাতেই মানুষের ত্বকে ব্যবহার করা যাবে না।
এছাড়া ক্লোরিন, ব্লিচ ও অন্যান্য জীবাণুনাশক শিশুদের নাগালের বাইরে রাখতে হবে বলে জানিয়েছে ডব্লিউএইচও।
সতর্কবার্তায় ডব্লিউএইচও জানিয়েছে, মেথানল, ইথানল বা ব্লিচ পান করলে করোনা থেকে রোগমুক্তি হয় না এবং তা ভয়াবহ বিপজ্জনক হতে পারে।