রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

করোনা নিয়ন্ত্রণে, জাপানে জরুরি অবস্থা প্রত্যাহার

Facebook
Twitter

আন্তর্জাতিক ডেস্ক।।
দীর্ঘদিনের জরুরি অবস্থা থাকার পর তা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে।

সোমবার (২৫ মে) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জরুরি অবস্থা প্রত্যাহারের এই ঘোষণা দেন তিনি। খবর বিবিসি।

অ্যাবে বলেন, জরুরি অবস্থা তুলে নেওয়ার জন্য কঠোর মানদণ্ড নির্ধারণ করা হয়েছিল। আমরা বিচার-বিশ্লেষণ করে দেখেছি এসব মানদণ্ড পূরণ হয়েছে।

করোনা ভাইরাসের কারণে ৭ এপ্রিল প্রথমবারের মতো কিছু কিছু অঞ্চলে জরুরি অবস্থা জারি করে জাপান। এরপর দফায় দফায় পুরো দেশে জরুরি অবস্থা জারি করা হয়।

এরপর প্রায় দুই মাসের চেষ্টায় ভাইরাস নিয়ন্ত্রণে আসায় জরুরি অবস্থা প্রত্যাহার করে নেওয়া হয় জাপানে।

জরুরি অবস্থা ও কঠোরভাবে বিধি-নিষেধ পালন করায় বিশ্বের প্রধান অর্থনীতির দেশগুলোর তুলনায় জাপানের করোনা পরিস্থিতি কিছুটা ভালোর দিকে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে জাপানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৫৫০ জন। আর মারা গেছেন ৮২০ জন।

জনপ্রিয়