রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

করোনা নিয়েই সংসদে গিয়েছিলেন টিপু মুনশি-মোকাব্বির

Facebook
Twitter

অনলাইন ডেস্ক।।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি করোনা আক্রান্ত। এ খবর পাওয়া গেছে বুধবার (১৭ জুন)। আর গণফোরামের এমপি মোকাব্বির খানের করোনা শনাক্ত হয়েছে মঙ্গলবার (১৬ জুন)। এই দুই জনপ্রতিনিধিই সম্প্রতি সংসদে গিয়েছিলেন। জানা গেছে, করোনা আক্রান্ত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গত ১১ জুন জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক ও ১৫ জুন সংসদের অধিবেশনে সম্পূরক বাজেট পাশের দিন অধিবেশনেও অংশ নিয়েছিলেন। আর মোকাব্বির খান ১০ জুন বাজেট অধিবেশন শুরুর দিন অধিবেশন উপস্থিত ছিলেন।

জানা গেছে, এ পর্যন্ত ১৩ জন সংসদ সদস্য (এমপি) করোনা আক্রান্ত হয়েছেন। এমপিদের মধ্যে একজন সাবেক চিফ হুইপ রয়েছেন। ১৩ এমপির মধ্যে সরকারের মন্ত্রিপরিষদের সদস্য আছেন চার জন। তারা হলেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ গত ১৩ জুন মারা গেছেন।

এছাড়া সিরাজগঞ্জ-১ আসনের এমপি মোহাম্মদ নাসিমও মারা গেছেন। এদিকে সংসদ সদস্যদের পাশাপাশি জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের সংখ্যা ৯১ জনের বেশি বলে জানা গেছে।

জনপ্রিয়