বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
Menu
Menu

করোনা পরীক্ষায় উত্তীর্ণ জার্মানি: মেরকেল

Facebook
Twitter

আন্তর্জাতিক ডেস্ক।।

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে জার্মানির জনগণের সচেতন আচরণের প্রশংসা করেছেন দেশটির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল। করোনা পরীক্ষায় এখন পর্যন্ত জার্মানি উত্তীর্ণ বলেও মনে করেন তিনি। তবে তার মতে, দেশটিতে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই এখন পর্যন্ত শেষ হয়নি।

আন্তর্জাতিক জরিপকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শনিবার (৩০ মে) পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৮৩ হাজার ১১৮ জন। মৃত্যু হয়েছে ৮ হাজার ৫৯৮জনের। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ৬৪ হাজার ৯০০ জন।

জার্মানির রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান রবার্ট কখ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা মোট আক্রান্তের পাঁচ ভাগেরও কম। দৈনিক নতুন রোগী শনাক্তের সংখ্যাও নেমে এসেছে হাজারের নীচে।

জার্মানে বিধিনিষেধ শিথিলের প্রক্রিয়া চলাকালীন সময়েও সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন মেরকেল। সাপ্তাহিক এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমাদের দেশের বেশিরভাগ জনগণই সতর্কতা মেনে যুক্তিসঙ্গত এবং দায়িত্বশীল আচরণ করেছেন।

তবে পরিস্থিতি হালকাভাবে নেয়ার সময় এখনো আসেনি বলে সতর্ক করেছেন মেরকেল। এছাড়া বড় ধরনের আর কোনো ক্ষতি হবে না এমন মনোভাব যাতে কেউ পোষণ না করে সে বিষয়েও আহবান জানান তিনি।

মেরকেল বলেন, সামনের দিনগুলোতে বিধিনিষেধ তুলে নেয়া অব্যাহত থাকবে। তাই আগামী দিনগুলোতে দেশের নাগরিকদের দায়িত্বশীল আচরণের প্রত্যাশা জানান তিনি। সূত্র-ডয়চে ভেলে।

জনপ্রিয়